বিজয় বার্তা ২৪ ডট কম
সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুরে রাস্তার পারাপারের সময় গাড়ির চাপায় নারী শ্রমিক নিহত হয়। শ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা।
সোমবার সকালে তারা নারায়ণগঞ্জের কাঁচপুরে মহাসড়ক অবরোধ করেন। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিল্প পুলিশের এএসপি মো. ইতু মিয়া বলেন, সকালে সিনহা গার্মেন্টসের ওই নারী শ্রমিক রাস্তা পার হওয়ার সময় গাড়ি চাপায় নিহত হন। এ খবর ছড়িয়ে পড়লে শ্রমিকেরা প্রায় এক ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেন।