বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বাড়িতে হামলা। বাড়ি,গাড়ি ভাংচুড়,বোমা বিস্ফোরন ও আহত করার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি বৃহস্পতিবার (৯ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের কাচারীবাড়ি এলাকায় ঘটেছে।
উচিৎপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো: আলমগীর অভিযোগ করেন, আমার নির্বাচনী এলাকা জাঙ্গালিয়া সহ কাচারীবাড়ি সহ আশেপাশের এলাকার লোকজন আমার নির্বাচনী প্রচারনা চালায়। আমার পক্ষে পোষ্টার লাগানো ও নির্বাচনী প্রচারনায় অংশ গ্রহন করায় বৃহস্পতিবার রাতে নৌকা প্রতিকের প্রার্থী মো: ইসমাঈলে ভাই আসাদুল্লাহর নেতৃত্বে সিরাজুল,রতন,মজিবুর,আবু ছিদ্দিক,ইউসুফ ও মজি সহ ১৫/১৬জন সন্ত্রাসী আমার কর্মী সমর্থকদের বাড়ি ও তিনটি গাড়ি ভাংচুড় করে। তারা আমার সমর্থক আওলাদ হোসেন ও সুমনের ২টি ট্যাক্সি ও শরীফের একটি পিকাপ ভাংচুর করে। সন্ত্রাসীরা মান্নান,জসীম,মোশারফ,হযরত আলী,আহসানউল্লাহ,হান্নান ও আউয়ালের বাড়িতে হামলা চালিয়ে কুপিয়ে ঘর ভাংচুর করে এবং তারা পিটিয়ে নারী সহ অন্তত ১০ ব্যক্তিকে আহত করে। সন্ত্রসীরা জসীমের বাড়িতে বোমা বিস্ফোরন ঘটিয়ে এলাকায় আতংক সৃষ্টি করে। আহতরা হল- আরিফ(১৬),রনি ভূইয়া(২৬),আওলাদ হোসেন(৩২),সুমন মিয়া(২৬),হযরত আলী(৭৫),তুছরুন(৭০),শাহিদা(৩০) ও রাসেল (১৯) কে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। চেয়ারম্যান প্রার্থী আলমগীর জানান,রাতে থানা পুলিশকে জানালে তারা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে আইনগত কোন ব্যবস্থা নিচ্ছেনা।
অপরদিকে আওয়ামীলীগের নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মো: ইসমাঈল জানান, তার প্রতিপক্ষ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলমগীর তার ও তার সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা হামলার নাটক সাজিয়ে প্রচারনা চালাতে চাচ্ছে। সে জানায়,তার কোন কর্মী সমর্থক হামলার সাথে জড়িত নয়।
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।