বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ¦ আবেদ হোসেনকে লাঞ্চিত করার ঘটনায় তীব্র নিন্দা ক্ষোভ ও ঘৃনা প্রকাশ করেছেন দলের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এম এ রশীদ। সোমবার সকালে সাংবাদিকদের কাছে তিনি বলেন,আলহাজ¦ আবেদ একজন স্বচ্ছ রাজনীতিবিদ এবং সম্মানিত ব্যাক্তি। তার মতো ব্যাক্তিকে লাঞ্চিত করা মানেই গোটা আওয়ামীলীগকে লাঞ্চিত করা হয়েছে। এটা মোটেই বরদাশতঃযোগ্য নয়। জাতীয় পার্টির নেতার ভাইকে লেলিয়ে দিয়ে যারা এহেন নোংরামী করেছে তদন্তপূর্বক ওই সকল মুখোশধারীদের বের করে আইনের আওতায় আনার জন্য বন্দর থানা পুলিশের প্রতি জোরদাবি জানান। পরিশেষে তিনি ন্যাক্কারজনক ওই ঘটনার প্রতিবাদ জানান। পাশাপাশি আরো নিন্দা জানান,বন্দর থানা যুবলীগের সাধারণ সম্পাদক এসআই জুয়েল,২১নং ওয়ার্ড যুবীলীগ নেতা সামসুল হাসান ও মাহিলা আওয়ামীলীগের সভাপতি মায়ানূর আহমেদ। পৃথক পৃথক বিবৃত্তিতে তারা আবেদ হোসেনের লাঞ্চনাকারীর ইন্ধনদাতাদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।