বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সার বলেছেন, সোনারগাঁয়ে আওয়ামী লীগের অস্তিত্ব রক্ষার্থে আমরা অত্র আসনে এবার নৌকা প্রতীক চাই। তিনি আরও বলেন, যারা পূর্বে আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপর নির্যাতন চালিয়েছেন, আমি সংসদ সদস্য থাকাকালে তাদের ফুলের টোকা পর্যন্ত লাগতে দেইনি। পরিচ্ছন্নভাবে সোনারগাঁয়ে রাজনীতি করেছি এবং সোনারগাঁয়ের মানুষ সুখে ও শান্তিতে বসবাস করেছে। কিন্তু আওয়ামী লীগের আবারও দুঃসময় চলে এসেছে। সোনারগাঁয়ে আওয়ামী লীগকে বাঁচাতে হলে অত্র আসনে এবার নৌকার বিকল্প নেই। আওয়ামী লীগের নেতা-কর্মীদের কাঁধে ভর করে জাতীয় পার্টির এমপি আবারও সংসদে যাবার স্বপ্ন দেখছেন। আপনি মহাজোটের প্রার্থী হবার ঘোষণা দেন কেন, সাহস থাকলে আপনি লাঙ্গল নিয়ে নির্বাচন করে নিজের জনপ্রিয়তা যাচাই করুন। জননেত্রী শেখ হাসিনার নির্দেশ সর্বদা পালন করে এসেছি। যদি তার নির্দেশ অমান্য করে ২০১৪ সালে আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতাম, তাহলে আপনার এমপি হওয়ার স্বাদ কোনদিন পূরণ হতনা। সুতরাং যারা আওয়ামী লীগের ক্ষতি করার ষড়যন্ত্র করছেন তারা সাবধান হয়ে যান। সোনারগাঁও উপজেলাধীন বৈদ্যেরবাজার এনএএম পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বৈদ্যেরবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈদ্যেরবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বোরহান উদ্দিনের সভাপতিত্বে উক্ত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নিজাম উদ্দিন আহম্মেদ, বিশেষ বক্তা হিসেবে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া খোকন, উদ্বোধক হিসেবে সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ রানা মানিক ও সার্বিক পরিচালনা এবং সঞ্চালক হিসেবে সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রবিন উপস্থিত ছিলেন। তাছাড়া এসময় সোনারগাঁও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুক্তিযোদ্ধা দেওয়ান উদ্দিন চুন্নু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের শ্রম সম্পাদক এড. ইকবাল হোসেন, ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা জাকির হোসেন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ নেত্রী সেলিনা আক্তার, কেন্দ্রীয় যুবলীগের সদস্য রুবায়েত হোসেন শান্ত, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মুজিবুর রহমান, বর্তমান সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম খাঁন লিটন, প্রচার সম্পাদক নাসির উদ্দিন, কাঁচপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মাহাবুব পারভেজ, সাদিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন, কাঁচপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী রাশেদ সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।