সুতপা মন্ডল বাংলাদেশে একটি প্রত্যন্ত স্কুলের সপ্তম শ্রেনির ছাত্রী, তার আর্থিক অবস্থা ততটা ভাল নয়। পরিবারের টানাটানিতে কষ্ট করে চলছে তার লেখাপড়া।
তবে এত কষ্টের মাঝেও তার আছে একটি ঈশ্বর প্রদত্ত সুরেলা কণ্ঠ। এই সুরেলা কণ্ঠে গান গেয়ে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত হয়েছে সুতপা। এ গান দিয়েই অনেক দূরে যেতে চায় সে। দরকার শুধু মানবিক সহযোগিতা ও আন্তরিকতা।