বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে মোবাইল কোর্ট এর অভিযানে দুইটি মোটর যানকে ৪ হাজার ৭’শ টাকা অর্থদন্ড ও একজন ড্রাইভারকে তিন দিনের সাজা প্রদান করেছেন।
রবিবার দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসলিমা আক্তার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি চন্দ্র বিকাশ এর নেতৃত্বে এই অভিযানটি পরিচালনা করা হয়।
মোটরযান অধ্যাদেশ-১৯৮৩ অনুযায়ী উক্ত আইনের ১৩৭, ১৩৮, ১৫২ ও ১৫২ ধারা লংঘনের অপরাধে তাদের অর্থদন্ড ও সাজা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বিআরটিএ পরিদর্শক শফিকুল ইসলাম, পুলিশ ও আমর্ড ফোর্সের সদস্যগন।