বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দর সিকদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ের মূল্যবান জিনিসপত্র চুরির অভিযোগে নৈশ প্রহরী লালচান (৭৫) ও দারোয়ান গাজিউর (৩৫)কে পিটিয়ে রক্তাক্ত জখম করে পালিয়েছে চিহিৃত চোর পাপ্পুগং। ১৬এপ্রিল রবিবার সাড়ে ৯টায় শাহী মসজিদ এলাকাস্থ সিকদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে।
এ সময় অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য খবর পেয়ে জরুরী দ্রুত সেবা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ এসে নৈশ প্রহরী লালচান ও দারোয়ান গাজিউরকে বন্দর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠান।
এ ব্যাপারে সিকদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ের দারোয়ান গাজিউর বাদী হয়ে চিহিৃত চোর পাপ্পুসহ ৫জনের নাম উল্লেখ করে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
জানা গেছে, বন্দর শাহীমসজিদ সিকদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ে রবিবার সকাল ৯টায় স্থানীয় নুরবাগ এলাকার চিহিৃত চোর পাপ্পু,ইমন,মাহাবুব,হৃদয়সহ ৪/৫জন অজ্ঞাতনামা চোরের দল স্কুলের পুরাতন ভবনের জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে ষ্টোর রুমে থাকা সিলিং ফ্যান,রড,লোহার এ্যাংগেল,পানির পাম্পসহ মূল্যবান সামগ্রী চুরি করে পালানোর সময় নৈশ প্রহরী লালচান দেখে ফেলে। ওই সময় দারোয়ান গাজীউরকে জানালে উভয়ে মিলে চিহিৃত চোরের হোতা পাপ্পুকে আটক করে অফিস রুমে নিয়ে আসে। চোরের দল কৌশলে পালিয়ে যায় এবং আটককৃত চোরের হোতা প্প্পাুকে ছাড়াতে ওই দিনই সকাল সাড়ে ১০টার সময় উল্লেখিত একদল চোর ও সন্ত্রাসী গ্রুপ লাঠিসোটা নিয়ে নৈশ প্রহরী লালচান ও দারোয়ান গাজীউরকে পিটিয়ে মারাতœক জখম করে চিহিৃত চোরের হোতা পাপ্পুকে ছাড়িয়ে নিয়ে প্রাননাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে আহতদের চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে তাদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থকমপ্লেক্সে ভর্তি।
বন্দরে রাজবাড়ি এলাকায় পরিত্যাক্ত
সরকারী জমি নিয়ে মতবিরোধ
নারায়ণগঞ্জ বন্দরে রাজবাড়ি এলাকায় পরিত্যাক্ত সরকারী ৪৬শতাংশ সম্পত্তী নিয়ে মতবিরোধের সৃষ্টি হয়েছে। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের সম্পত্তী দাবী করে আলোচনায় বসেন বন্দর গার্লস স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দরা। তারা তাৎক্ষনিক সার্ভেয়ার এনে জমির চারিদিক মাপঝোক শুরু করেন। রবিবার ১৬এপ্রিল সকাল ১১টায় বন্দর ২২নং ওয়ার্ডস্থ রাজবাড়ি এলাকায় ওই পরিত্যাক্ত জমিতে এ ঘটনাটি ঘটে।
তবে এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীকে নিয়ে কয়েকজন এক মুক্তিযোদ্ধা তাদের এমন অযৌক্তিক দাবী প্রত্যাখ্যান করে জমির দলিল দেখতে চাইলে তারা দেখাতে অপারগতা প্রকাশ করেন।
সুত্রে জানা যায়, বন্দরে রাজবাড়ি এলাকায় প্রধান সড়কের পাশে সরকারী ৪৬শতাংশ খাঁস সম্পত্তী দীর্ঘদিন ধরে পরিত্যাক্ত অবস্থায় রয়েছে। এই সম্পত্তী বন্দর গার্লস স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটি বলছে এটি শিক্ষা প্রতিষ্ঠানের সম্পত্তী। অথচ স্থানীয় একটি মহল বলছে এটি সরকারী সম্পত্তী। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। অথচ আজ কাউকে না জানিয়ে আমিন নিয়ে এসে জমি মাপঝোক করেছে। এবং দাবী করছে এই সম্পত্তী জমি বন্দর গার্লস স্কুল এন্ড কলেজের ভূমি।
এ ব্যাপারে বন্দর রাজবাড়ি এলাকার বীরমুক্তিযোদ্ধা জব্বর সরদার বলেন,রাজবাড়ি এলাকায় প্রধান সড়কের পাশে সরকারী জমি দীর্ঘদিন ধরে পরিত্যাক্ত ছিল। হটাৎ করে বন্দর গার্লস স্কুল এন্ড কলেজের কমিটির লোকজন অবৈধভাবে দেয়াল দিয়ে আবদ্ধ করে রেখেছে। আমরা কয়েকদিন আগে নাসিক মেয়র ডা.সেলিনা হায়াত আইভীর কাছে সরকারী পরিত্যাক্ত জায়গাটিতে মুক্তিযুদ্ধা শিশু পার্ক করার প্রস্তাব করেছি। এর পরিপেক্ষিতে সিটি কর্পোরেশন পক্ষ থেকে এই জমিটির প্রকৃত মালিকানা যাচাই করতে তদন্ত করার নির্দেশ দেন। কিন্তু হটাৎ করে কাউকে না জানিয়ে স্কুল কর্তৃপক্ষ অবৈধ ভাবে দেয়াল নির্মান করেছে। এখন পূণরায় দখল পরিপক্ক করতে আলোচনায় বনে সার্ভেয়ার এনে জমি মাপঝোক করাচ্ছে যা সম্পূর্ণ বেআইনী।