বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারের পাচরুখীর ভূইয়া পাড়া এলাকা থেকে মুদি ব্যবসায়ীকে অপহণের ঘটনায় মোঃ সজিব মিয়া (৪০) নামে অপহরণকারী চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে র্যাব-১১। এ সময় মুক্তিপণের ৩০ হাজার টাকাসহ অপহৃত মোঃ দিপু মোল্লা (৩২)কে উদ্ধার করা হয়। এ বিষয়ে শুক্রবার বিকালে র্যাব-১১’র মিডিয়া অফিসার এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে অপহারণকারীকে গ্রেফতার ও অপহৃতকে উদ্ধার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ভিকটিম দিপু মোল্লা একজন মুদী ব্যবসায়ী। ১০-১২ দিন আগে ভিকটিমকে গ্রেফতারকৃত আসামী একজন চাউল ব্যবসায়ী বলে পরিচয় দেয় এবং তার গোডাউনে থাকা চাউল সল্প মূল্যে ভিকটিমের নিকট বিক্রয়ের প্রলোভন দেখায়। এরপর ভিকটিমকে আসামীর গোডাউনে থাকা চাউল দেখনোর কথা বলে একটি প্রাইভেটকার যোগে আড়াইহাজারের পাচরুখীর কালীবাড়ী রোডের এক তলা বিশিষ্ট বাড়ির একটি রুমে আটক করে রাখে। ভিকটিমকে এলোপাথারীভাবে মারপিট করে এবং মৃত্যুর ভয় দেখিয়ে ভিকটিমের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে ভিকটিম তার মায়ের মোবাইলে ফোন দিয়ে তাকে অপহরণ করার কথা জানায় এবং জরুরী ভিত্তিতে ১ লাখ টাকা আড়াইহাজার থানার পাচরুখী এলাকায় নিয়ে আসার জন্য বলে। তখন ভিকটিমের মা ৩০ হাজার টাকা নিয়ে আড়াইহাজারের পাচরুখী ভূইয়াপাড়া কালীবাড়ী রোডে আসে। পরে অপহরণকারীরা টাকা নিতে আসলে র্যাব-১১ সিপিএসসির টহল দলের দৃষ্টি গোচর হয়। পরে র্যাব সদস্যরা তাৎক্ষনিকভাবে মুক্তিপণের ৩০ হাজার টাকাসহ অপহরণকারী চক্রের মূলহোতা সজিব মিয়াকে গ্রেফতার করে। এ সময় তার অপর সহযোগীরা পালিয়ে যায়। অন্যান্য পলাতক আসামীদেরকে গ্রেফতার করার কার্যক্রম চলমান রয়েছে বলে র্যাব জানায়।