বিজয় বার্তা ২৪ ডট কম
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক শওকত রায়হান বলেছেন,জাসদ মুক্তিযোদ্ধাদের দল।যারা যুদ্ধ করে,বুকের তাজা রক্ত দিয়ে এদেশ স্বাধীন করেছে। জাসদ সরকারের সাথে আছে,জাসদ ১৪ দলের জোটে আছে কিন্তু সরকারের লুটপাটের অংশিদারে জাসদ নেই। সাপের গালে চুমা আর ব্যাঙের গালে চুমা দিয়ে দেশ পরিচালনা করা যাবেনা। হেফাজতের কথায় ধর্মীয় উগ্রবাদকে ডুকিয়ে আমাদেও দেশকে শিক্ষিত করা যাবেনা।ধর্ম যার যার,বাংলাদেশ সবার এই নীতিতে দেশ স্বাধীন হয়েছিলো।
শুক্রবার (২৯ অক্টোবর-২০২১ইং) দলটির ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর জাসদ আয়োজিত সমাবেশে একথা বলেন তিনি।
সকাল ১১টায় নগরীর চাষাঢ়াস্থ নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন হতে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি বের করা হয়। ব্যন্ড-বাদ্য ও জাতীয় পাতাকা নিয়ে বর্নাঢ্য র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সমাবেশে যোগ দেয়।
নারায়ণগঞ্জ মহানগর জাসদের সভাপতি মোসলেম উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো: শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, কেন্দ্রীয় সম্পাদক আশরাফুল হক জন্টু, মহানগর জাসদের যুগ্ম-সম্পাদক এনামুল হক,সাংগঠনিক সম্পাদক জাব্বার মোড়ল,মহিলা সম্পাদিকা শাবনুর আক্তার নীপাসহ স্থানীয় নেতৃবৃন্দ।