বিজয় বার্তা ২৪ ডট কম
কারখানা বন্ধের প্রতিবাদ ও শ্রম আইন অনুযায়ী প্রাপ্য পাওনা পরিশোধের দাবীতে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছে ওপেক্স গ্রুপ অ্যান্ড সিনহা গার্মেন্টসের কয়েক হাজার শ্রমিক। বৃৃহস্পতিবার দুপুরে চাষাড়ার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে এই অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন তারা। এসময় তিন দফা দাবিতে তারা নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের এনডিসি মেহেদী হাসান ফারুকের কছে স্মারকলিপি প্রদান করেন। অবস্থান কর্মূচি শেষ করে শহরের বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ মিছিলে নিয়ে প্রদক্ষিন করেন শ্রমিকরা।
সমাবেশে ওপেক্স গ্রুপ-সিনহা গার্মেন্টস শ্রমিক-কর্মচারী অধিকার আদায় কমিটির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টেস শ্রমিক ফেডারেশনের সভাপতি অ্যাড. মাহাবুবুর রহমান ইসমাইল, কেন্দ্রীয় গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন সাধারণ সম্পাদক জলি তালুকদার, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের সভাপতি শবনম হাফিজ, গার্মেন্টস শ্রমিক কর্মচারি ফেডারেশনের সভাপতি মাসুদ রেজা, জেলা গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকদের পাওনা বেতন নিয়ে ঘোরাঘুরি করিলে আমাদের দাবি ও আন্দোলনের প্রেক্ষিতে গত ৩ অক্টোবর শ্রম প্রতিমন্ত্রীর উপস্থিতিতে সমঝোতা চুক্তি হয়। কিন্তু এরই মধ্যে মালিক কর্তৃপক্ষ গত ১৯ অক্টোবর কারখানাটি বন্ধ ঘোষণা করে। যে আইনে কারখানাটি বন্ধ করা হলো সে আইনে ৩০ দিনের মধ্যে সার্ভিস বেনিফিটসহ সকল পাওনাদি পরিশোধের বাধ্য বাধকতা থাকলেও মালিক কর্তৃপক্ষ শ্রমিকদের পাওনা পরিশোধ করছে না। যার কারণে আজকে শ্রমিকেরা দিশেহারা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে। সিনহা গার্মেন্টেসের এই ঘটনা প্রমাণ করে মালিক আইন ভঙ্গ করলে তার কোনো শাস্তি হয় না। অথচ তার উল্টো চিত্র শ্রমিকদের জন্যে। এসব অন্যায় অবিচার আমরা আর মানবো না আগামী ৭ দিনের মধ্যে যদি সকল শ্রমিকের বেতন পরিশোধ করা না হয়, তাহলে সারাদেশে এই আন্দোলন ছড়িয়ে পরবে।
বক্তব্য শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন শ্রমিকরা। এসময় মিছিলটি নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুণরায় শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।