নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ সদর ছয়টি ইউনিয়ন পরিষদের সকল নব নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৩টায় নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের মিলনায়তনে এই শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। এসময় শপথ বাক্য পাঠ করান সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার চৌধুরী ।
আফরোজা আকতার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার স্থানীয় সরকার মন্ত্রণালয়’র উপ সচিব ইসরাত হোসেন খান, সদর উপজেলার নির্বাচন কমিশনার মোঃ রশিদ মিয়া , সদর উপজেলার চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, আলিরটেক ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান, গোগনগর ইউনিয়নের চেয়ারম্যান, বক্তাবলী ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলী ও ছয়টি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত ওয়ার্ডের মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে নব নির্বাচিত ওয়ার্ডের মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার উদ্দেশ্যে ইসরাত হোসেন খান বলেন, আপনারা হলেন জনগণের ভোটে নির্বাচিত সদস্য । মেম্বাররা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে সু সম্পর্ক গড়ে তুলতে হবে । চেয়ারম্যানদের সাথে মিলে মিশে এক সাথে কাজ করতে হবে । আপনারা হলেন জনগণের সেবক । জনগণ ভোট দিতে আপনাদেরকে নির্বাচিত করেছে । মনে রাখবেন মেম্বার গন কোন দলের প্রতিনিধি নয় । মেম্বার গন হলে সাধারণ মানুষের প্রতিনিধি । সুতরাং জনগণের সেবা করাই মেম্বারের প্রথম কাজ । যখন কোন ওয়ার্ডে সমস্যা হয় চেয়ারম্যানের আগে মেম্বার গন জানতে পারে । তাই মেম্বারদের দায়িত্ব অনেক বেশি আর সেই দায়িত্ব সঠিক ভাবে পালন করতে হবে । অন্যান্য জেলার চেয়ে নারায়ণগঞ্জ জেলা উন্নয়ন মূলক কাজ বেশী হয়ে থাকে । ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ গুলো হলে , বীরিজ , কালভাট , সেতু, সড়ক, রাস্তা ,স্কুল , মাদ্রাসার কাজ চেয়ারম্যানদের সাথে নিয়ে এই কাজ গুলো করতে হবে । ইউনিয়নের বরাদ্দকৃত কাজ সম্পূর্ণ করার দাবি জানাই । আমরা চাই না তদন্তের মাধ্যমে আপনাদেরকে কোন সমস্যা করি । মেম্বার গন পাঁচ বছর জন্য নির্বাচিত জন প্রতিনিধি । তাই আমরা চাই মেম্বার গন জনগণের পাশে এসে সুষ্ঠু সুন্দর ভাবে তাদের সেবা প্রধান করবে ।