বিজয় বার্তা ২৪ ডট কম
“এসো মাদককে না বলি, সুস্থ সুন্দর সমাজ গড়ি” এই স্লোগানে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এসএসসি ব্যাচ-০৬/০৭ বনাম বন্ধু মহল ফুটবল টুনারমেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকালে উপজেলার হাটাবো চাদেরটেক এলাকার বন্ধুমহলের উদ্যোগে নরাবোরটেক বালুর মাঠে এ ফুটবল টুনারমেন্ট অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে খাসি তুলে দেয়া হয়। খেলায় অংশ গ্রহন করেন সাংবাদিক মো. সোহেল কিরণ, ব্যবসায়ী কাউসার মিয়া, আমিনুল ইসলাম, সিফাত ভুইয়া, ইব্রাহিম মিয়া, জুয়েল মিয়া প্রমুখ।