নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
শুক্রবার রাতে নারায়ণগঞ্জের কালির বাজার স্বর্ণপটি হীরা জুয়েলার্সে চুরির ঘটনা ঘটেছে ।
হীরা জুয়েলাসের পাশে থাকা (বলনাথ কর্মকার)এর দোকানের সাটারের তালা ভেঙে ও দোকানের ভিতরে ঢুকে দেওয়াল ভেঙে চুরি করেন হীরা জুয়েলাসে। চুরির সময় দুই লাখ টাকা নগদ, দুইশ ভরি স্বর্ণ ,পঞ্চাশ হাজার টাকার প্রাইজ বম নিয়ে যায় বলে জানিয়েছেন হীরা জুয়েলাসের মালিক রুনদেব নাথ।
পুলিশ জানান, এ চুরির ব্যাপারে ব্যক্তি বা লোক কে বা কারা জড়িত আছে কিনা তা পুলিশ প্রাথমিকভাবে জানতে পারি। প্রমান পেলে অবশ্যই তা গনমাধ্যমে দিবে বলে জানান। শুক্রবার বিকেলে দোকানটি বন্ধ করে চলে যান । প্রাখমিকভাবে ধারনা করা হচ্ছে ,সকাল অনুমানিক দশটায় দিকে দোকানটিতে চুরির ঘটনাটি ঘটে।
এসময় পুলিশ, র্যাব , ও ডিবি‘র বিশেষ টিম ঘটনাটি পরিদর্শন করেন এবং ঢাকার ডিবির বিশেষ একটি টিম দোকানটি পরিদর্শন করে বিশেষ কিছু আলামত বের করেন ।