স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
অভিজিত-দীপন-নীলাদ্রিসহ কয়েকজন ব্লগার হত্যায় সন্দেহভাজন ৬ জঙ্গি যাতে দেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য বিমান ও স্থলবন্দরগুলোতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শুক্রবার সকালে নিজ বাসায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত কয়েক বছরে সংঘটিত ব্লগার, প্রগতিশীল লেখক ও প্রকাশক হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংল টিমের ছয় সদস্যকে ধরতেই এ সতর্কতা জারি করা হয়েছে।
এর আগে ওই জঙ্গিদের ধরতে বৃহস্পতিবার পুরস্কার ঘোষণা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের নিউজ-পোর্টালে এই ৬ জনের ছবি প্রকাশ করে ডিবি। এ ৬ জনকে ধরিয়ে দিতে তথ্যদাতাদের জন্য পুলিশ মোট ১৮ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়।
এতে বলা হয়, আনসারুল্লাহ বাংলা টিমের গ্রেপ্তার হওয়া সদস্যদের কাছ থেকে পাওয়া তথ্য ও তদন্তের ভিত্তিতে ওই ৬ জনকে চিহ্নিত করে পুলিশ।
আনসারুল্লাহ বাংলাটিমের সদস্য সেলিমের বিরুদ্ধে ফয়সল আরেফিন দীপন, ওয়াশিকুর বাবু, নীলাদ্রী নীলয় এবং মিরপুরের স্কুল শিক্ষক হত্যার ঘটনায় সরাসরি উপস্থিত ও নেতৃত্ব দেয়ার সুনিদির্ষ্ট তথ্য পাওয়া গেছে বলে পুলিশ দাবি করেছে।
সেলিমের তথ্যদাতার জন্য পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। সিলেট অঞ্চলের ছেলে সিফাত সামির ও ইমরান নামে পরিচিত।
দীপন, শান্ত-মারিয়ম বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিয়াদ মোর্শেদ বাবু হত্যায় তার সরাসরি অংশগ্রহণের ব্যাপারে পুলিশ তথ্য পেয়েছে।
তার সম্পর্কে তথ্যের জন্য দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে ডিএমপি।
এছাড়াও আহমেদ রশীদ হত্যাচেষ্টায় সমন্বয়কারী খুনিদের প্রশিক্ষণ কুমিল্লার আবদুস সামাদ এবং চট্টগ্রামের শিহাব জড়িত ছিল বলে পুলিশ জানিয়েছে। আবদুস সামাদ সুজন, রাজু, সালমান ও সাদ নামে পরিচিত। শিহাব সুন ও সাইফুল নামে পরিচিত।
এছাড়া সাজ্জাদ নামে এক ব্যক্তির ছবিও প্রকাশ করা হয়েছে। সে অভিজিৎ রায় ও নীলাদ্রি নীলয় হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহন করেছিল বলে জানিয়েছে পুলিশ। এদের প্রত্যেকের ব্যাপারে তথ্যদাতাদের জন্য দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে ডিএমপি।