বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ট্রলার থেকে পড়ে নিখোঁজদের মধ্যে চার যাত্রীর লাশ উদ্ধার হয়েছে।
মঙ্গলবার ভোর থেকে সকাল ১০টার মধ্যে সেন্ট্রাল খেয়াঘাট নদীতে এক এক করে চারটি লাশ ভেসে উঠে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আরিফুল হক জানান, মোট পাঁচজন নিখোঁজ দাবি করে সংশ্লিষ্টদের পরিবার। নিখোঁজ যাত্রীদের মধ্যে রনি, দ্বীন ইসলাম, ইমন ও অজ্ঞাত একজনের লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার রাত ৯টায় নারায়ণগঞ্জ সেন্ট্রাল খেয়াঘাটে শীতলক্ষ্যা নদীতে ট্রলারের ছাদ ভেঙে যাত্রীরা নদীতে পড়ে কয়েকজন নিখোঁজ হন। এ ঘটনার খবর পাওয়ার পর রাতেই শহরের মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস ও বন্দর ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান চালান।