নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ আনিছুর রহমান মিঞা বলেছেন,সরকারি কর্মকর্তাদের দায়িত্ব কেবল কাগজ-কলম পর্যন্ত সীমাবদ্ধ রাখলে চলবেনা। দায়িত্বে থেকে জনগণের সেবা করতে হবে। ভূমি অফিসে সকল শ্রেণীর মানুষকে আসতে হয়। হোক নিন্ম কিংবা উচ্চ শ্রেণীর। মঙ্গলবার বেলা ২টায় বন্দর উপজেলা ভূমি অফিসের রেকর্ড রুম,ভবন সম্প্রসারণ চলমান উন্নয়ন কার্যক্রম ও উদ্ভাবনী উদ্যোগসমূহ শুভ উদ্বোধণকালে প্রধাণ অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক আরো বলেন, জনপ্রতিনিধিরা সরকারি দপ্তরগুলোকে নিজেদের দপ্তর মনে করতে হবে তবেই দেশ উন্নতির শিখরে পৌঁছবে। সরকারি দপ্তরগুলো হতে মানুষকে যত বেশি সুযোগ দেয়া হবে তত বেশি সমাধা বেরিয়ে আসবে। এসিল্যান্ডের পরিচ্ছণতায় ও কর্মকান্ডে অবিভূত হয়ে জেলা প্রশাসক নিজেই যেন ওই অফিস কাজ করার আগ্রহ প্রকাশ করেন। পরিশেষে তিনি ঘুরে ঘুরে বন্দর উপজেলা সহকারি কমিশণার(ভূমি) হোসনে আরা বেগম বীণা’র তত্তাবধানে গড়ে তোলা রেকর্ড রুম,মুক্তমঞ্চ,মুক্তকথন, হেল্প ডেস্ক,বিশুদ্ধ খাবার পানির সংস্থান,বিভিন্ন সেবাবক্স,সিটিজেন চার্টার,অফিস প্রাঙ্গণের পরিত্যক্ত স্থানে মৌবণ নামক ফুলের বাগান,সম্মেলন কক্ষ,সচেতনতামূলক ব্যানার ও বিলবোর্ড স্থাপন স্থাপন,নোটিশ বোর্ড স্থাপন কার্যক্রম দেখেন।