বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলায় জাতীয় ভিটামিন ” এ” প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) শুভ উদ্ভোধন করা হয়েছে। জেলা প্রশাসক মোঃ রাব্বী মিয়া সদর উপজেলা প্রাঙ্গনে শিশুদের টিকা খাওয়ানোর মধ্য দিয়ে কর্মসূচীর উদ্ভোধন করেন।
শনিবার সকাল ১০ টায় কর্মসূচী উদ্ভোধন কালে উপস্থিত ছিলেন,জেলা সিভিল সার্জন অফিসার ডাঃ এহসানুল হক, পরিবার ও পরিকল্পনা অধিদপ্তরের উপ- পরিচালক মোঃ বসিরউদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম জেবিন বিনতে শেখ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চৌধুরী মোহাম্মদ ইকবাল বাহার, সিনিয়র হেলথ এডুকেশন অফিসার আমিনুল হক, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক স্বপন কুমার দেবনাথ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আনোয়ার হোসেন প্রমুখ।
প্রথম রাউন্ডে এবার জেলায় ৩ লাখ ৪২ হাজার ৬৫ জন শিশুকে টিকা খাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ৩৮৮৮৯ শিশুকে নীল রংয়ের ভিটামিন ক্যাপসুল, ১২-৫৯ মাস বয়সী ৩০৩৩৭৬ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
কর্মসূচী সফল করে তুলতে জনস্বাস্থ্য পুস্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুস্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয় কাজ করছে।
এ বছর জেলায় ১১২৩ টি টিকাকেন্দ্রে ২২৪৬ কর্মী সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত টিকাকেন্দ্রে অবস্থান করে শিশুদের টিকা খাওয়ায়।