বিজয় বার্তা ২৪ ডট কম
সহধর্মিনীকে সাথে নিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের শ্যামা পূজা উপভোগ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। রোবার ৩০ অক্টোবর রাত ৯টায় স্ত্রী মিসেস নাসরিন ওসমানকে সাথে নিয়ে শহরের টানবাজার এলাকায় বিভিন্ন শ্যামা পূজা ম-প পরিদর্শন করেন সেলিম ওসমান।
এ সময় তিনি গার্মেন্ট ব্যবসায়ী অমল পোদ্দারের টানবাজারের বাড়ির পূজা ম-প সহ আশেপাশে কয়েকটি পূজা ম-প পরিদর্শন করেন। পাশাপাশি তিনি পূজা উপভোগ করতে আসা দর্শনার্থীদের সাথে পূজার আনন্দ ও নিরাপত্তা ব্যবস্থা, সুবিধা-অসুবিধা নিয়ে কথা বলেন।
পূজা ম-প পরিদর্শন কালে ওসমান দম্পোত্তির সাথে অনেকে সেলফি তুলে স্মরনীয় মুর্হুতকে ক্যামেরাবন্দি করে রাখেন।
এদিকে শ্যামা পূজা ম-প পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। এক পর্যায় টানবাজারে মেট্রো নীটওয়্যারের স্বত্তাধিকারী অমল পোদ্দারের পূজা ম-পে ওসমান ভ্রাতৃদ্ধয়ের সাক্ষাত হলে তারা সেখানে একত্রে বসে দীর্ঘ সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় তাদের সাথে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, এফবিসিসিআই এর পরিচালক প্রবীর কুমার সাহা, বিকেএমইএ এর সহ সভাপতি(অর্থ) জিএম ফারুক, বাসুদেব চক্রবর্তী, পরিতোষ কান্তি সাহা সহ হিন্দু সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
শ্যামা পূজা ম-প পরিদর্শন শেষে সংসদ সদস্য সেলিম ওসমান জেলা পুলিশ সুপারের বাসভবনে ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান বিপিএম(বার) এর সম্মানে নারায়ণগঞ্জ জেলা পুলিশের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন। ওই অনুষ্ঠানে আরো যোগ দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীর বীর প্রতীক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী সদস্য অ্যাডভোকেট হোসেনে আরা বাবলী সহ জেলা পুলিশের সবকটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পরিদর্শক, উপ-পরিদর্শক, সহকারী উপপরিদর্শক সহ সকল কর্মকর্তারা।