বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ আদালতে আইনজীবী সমিতির ভবনটি নিজ খরচে আধুনিকায়ন করে দিবেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।
রোববার ৩০ অক্টোবর বিকেলে নারায়ণগঞ্জের আইনজীবী নেতৃবৃন্দ এবং স্থানীয় ৪ জন সংসদ সদস্যের সাথে আইনমন্ত্রীর দীর্ঘ আলোচনা শেষে আইনজীবী সমিতি ভবনে সংক্ষিপ্ত আলোচনা সভায় এসমব কথা বলেন তিনি।
সভা পরিচালনা করতে গিয়ে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল আইনজীবী সমিতির ভবনের বর্তমান অবস্থার কথা তুলে ধরে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানকে বক্তব্য দেওয়ার আহবান জানান।
সেলিম ওসমান তার বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভবনের অবস্থা এমনটা হতে পারে না। তাছাড়া দিন দিন নারায়ণগঞ্জ আদালতে নারী আইনজীবীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু দু:খের বিষয় নারী আইনজীবীদের ব্যবহারের জন্য কোন ভাল টয়লেট পর্যন্ত নেই। আজকে আমাদের আইনমন্ত্রী এখানে এসেছেন। উনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আইনজীবী সমিতির জন্য একটি আধুনিক ভবন করে দিবো। যেহেতু আমি নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এবং এই এলাকাটি আমার নয় তাই মাননীয় মন্ত্রী অনুমোদনের প্রয়োজন রয়েছে।
এ সময় আইনমন্ত্রী আনিসুল হক সাথে সাথে দাড়িয়ে আইনজীবী সমিতির ভবনের জন্য সংসদ সদস্য সেলিম ওসমানকে অনুমতি প্রদান করেন।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান দিপুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন, চীফ ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী, জেলা আওয়ামীলীগে সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, জেলা পিপি অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন সহ আইনমন্ত্রনালয়ের সচিব, উপ সচিব, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দরা।
উল্লেখ্য, ১৯৯৬ সালে শামীম ওসমান সংসদ সদস্য থাকাকালীন সময়ে নারায়ণগঞ্জ শহরকে যানজটমুক্ত রাখতে শহর থেকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রুটে নারায়ণগঞ্জ আদালতকে স্থানান্তরিত করে ছিলেন। যেখানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়, জেলা পুলিশ সুপারের কার্যালয়, জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট এবং পাশেই নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কারাগার রয়েছে। যেখানে নারায়ণগঞ্জের মানুষ একই স্থানে সকল সেবা পেয়ে থাকে এমন বিষয়টি গুরুত্ব দিয়ে এবং শহরকে যানজট মুক্ত রাখতে মন্ত্রী সরেজমিনে বিষয়টি ঘুরে দেখে জুডিশিয়াল কোর্টকে আগের স্থানেই রাখার সিদ্ধান্ত দেন।