বিজয় বার্তা ২৪ ডট কম
করোনার হটস্পট নারায়ণগঞ্জে নতুন করে ৩৪ জন সহ মোট আক্রান্ত হয়েছেন ২৮৯ জন।ক্রমলই বাড়ছে মৃত্য ও আক্রান্তের সংখ্যা। এছাড়া এই পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে মোট মারা গেছেন ১৯ জন। এই পর্যন্ত ৬৫৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া ৬ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আইইডিসিআর। এছাড়া নাসিকের ১৩ নং ওয়ার্ডে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ৩ জন মৃত্যুবরন করেছেন।
এদিকে রূপগঞ্জের ঢাকা-সিলেট হাইওয়ের দক্ষিণ রূপসিতে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করার অনুমতি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ইতোমধ্যে করোনা টেস্টের মেশিনসহ যাবতীয় সরঞ্জামও আনা হয়েছে। ল্যাব স্থাপনের কাজ ৪/৫ দিনের মধ্যেই যাবতীয় কাজ সম্পন্ন হবে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ বিষয়ে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার ব্যক্তি অর্থায়নে ইতোমধ্যেই করোনা পরীক্ষার মেশিন পিসিআর ক্রয় করা হয়েছে। বিষয়টি স্বাস্থ্য মন্ত্রনালয়ের মহাপরিচালকও অবগত আছেন এবং এ ব্যাপারে উৎসাহিত করেছেন। ইউএস বাংলা হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় রূপগঞ্জের কাঞ্চন সেতু সংলগ্ন বেস্টওয়ে আবাসন প্রকল্পের নির্জন স্থানে এই ল্যাব স্থাপনের কাজ চলছে এবং আগামী চার পাঁচ দিনের মধ্যেই যাবতীয় কাজ সম্পন্ন হবে।