বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিনের সদ্য ঘোষিত নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে ডাকা ঐক্যের তীব্র সমালোচনা করে প্রশ্নে তুলেছেন বাংলাদেশী জাতীয়তাবাদী জিয়া শিশু-কিশোর সংগঠন সিদ্ধিরগঞ্জ থানা শাখার নেতাকর্মীরা। তারা মাননীয় সাবেক এমপি আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিনকে উদ্দেশ্য করে বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় নেই দীর্ঘ প্রায় এক যুগ। এতদিন কেন ঐক্যের কথা বলেন নি? বর্তমানে কেন ঐক্যের কথা বলছেন? জিয়া শিশু-কিশোর সংগঠনের সিদ্ধিরগঞ্জ থানা শাখার বিপ্লবী সভাপতি বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও নারায়ণগঞ্জ জেলার কলম সৈনিক মোহাম্মদ গাজী সেলিম আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিনের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, আপনার ঐক্যের ডাকের কারণ কি স্বার্থের নাকি দলের প্রয়োজনে? মোহাম্মদ গাজী সেলিম সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কয়েকজন নেতাকর্মী ও উপস্থিত কয়েকজন সাংবাদিকের সামনে বলেন, আগামী ০১ বছর পর জাতীয় সংসদ নির্বাচন। ইতোমধ্যে আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনের জন্য সম্ভাব্য নমিনেশন প্রার্থীদের প্রস্তুত থাকতে বলেছেন। সেক্ষেত্রে গাজী সেলিম স্পষ্ট করে বলেন, দীর্ঘ ১২ বছর পর আমাদের এমপি সাহেব ঐক্যের কথা বলছেন। প্রকৃত অর্থে তার নিজের স্বার্থে দলের প্রয়োজনে না। উপস্তিত কর্মীদের প্রশ্নের জবাবে গাজী সেলিম খোলামেলা বলেন, যদি দলের প্রয়োজনে ঐক্যের ডাক দিতেন তাহলে সাবেক এমপি মহোদয় এত দেরিতে কেন? আরোও অনেক আগে আমাদেরকে বলতে পারতেন। তিনি আরোও বলেন, আমরা দল করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। আমাদের নেতা বেগম জিয়া ও তারেক রহমান। তারা যাকে মনোনয়ন দিবেন আমরা তার জন্যই কাজ করবো। যেমন বিগত সময় আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিন সাহেবকে মনোনয়ন দেওয়ার পর সবাই ঐক্যবদ্ধ ভাবে তার পক্ষে কাজ করেছিল। গাজী সেলিম তাই প্রশ্ন রেখে বলেন, আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেজা জিয়া নিজে নারায়ণগঞ্জ জেলা বিএনপির মনিরুজ্জামান মনির ও অধ্যাপক মামুন মাহমুদের নাম ঘোষণা করে কমিটি দিয়েছেন। তাহলে আমাদের সাবেক এমপি আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিনের সে কমিটির পক্ষে সমর্থন কেন নেই? কেন তিনি জেলা বিএনপিকে সমর্থন না করে তার ইশারায় তার সাহাবা এম.এ হালিম জুয়েল, মাজিদুল ইসলাম, আকবর হোসেন, সালাউদ্দিন, নুর মোহাম্মদ ঢালীরা কমিটির বিরোধিতা করছে? জিয়া শিশু-কিশোর সংগঠনের একাধিক কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রকৃত সত্য হলো এইসব নেতারা দলের জন্য নয় নিজেদের স্বার্থের জন্য দল করেন। দল যখন বিপদে থাকে তারা তখন দরজা বন্ধ করে ঘরে বসে থাকে। দলের সুসময়ে ঘর থেকে বেরিয়ে এসকল নেতারা বিভিন্ন কথা বলেন ও নির্বাচনে অংশগ্রহণের স্বার্থে ঐক্যের কথা বলেন। (চলবে)