বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল হৃদরোগে আক্রান্ত হয়ে চাষাড়া ইসলাম হার্ট সেন্টারে চিকিৎসাধীন আছেন।
পরিবারিক সূত্রে জানাযায়, শনিবার (৩১ মার্চ) বিকেল ৫ টায় বেসরকারী টেলিভিশন বাংলাভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমন্ত্রিত অতিথি হিসেবে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে উপস্থিত হন। অনুষ্ঠান শেষে হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করলে চাষাড়া বালুর মাঠ অবস্থিত ইসলাম হার্ট সেন্টারে নিয়ে যায়। পরে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা শেষে ২৪ ঘন্টার জন্য অবজারবেশনে রাখেন। বর্তমান তিনি ইসলাম হার্ট সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।