বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগায়ে প্রায় ষাট লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য ইয়াবা ও আইছ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ২ মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমীর খসরু এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন, মো. হোসেন মুন্সি চাঁদপুর জেলার শাহরাস্তি এলাকার আলী আকবরের ছেলে ও আবু হানিফ ফেনী জেলার চাগল নাইয়া এলাকার আব্দুল হালিমের ছেলে।
এর আগে শনিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ২ টায় উপজেলার মেঘনা টোলপ্লাজা এলাকায় ট্রাক তল্লাসী চালিয়ে তাদের মাদক সহ আটক করা হয়। এসময় মাদক কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আমীর খসরু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাও উপজেলার মেঘনা টোলপ্লাজা এলাকায় বিভিন্ন যানবাহনে তল্লাশী করা হয়। এসময় ঢাকা মেট্রো- ট-২০-৩৭৪২ নাম্বারের আলুর বীজ বোঝাই ট্রাকটি গতিবিধি সন্দেহ হলে থামানো হয়। পরে তল্লাশী চালিয়ে ট্রাক চালকের আসনের নীচ থেকে ১১ হাজার ৮০০ পিছ ইয়াবা ও ১২ পিছ (৩০গ্রাম) আইছ উদ্ধার করা হয়। যার ইয়াবার আনুমানিক মূল ৩৫ লাখ ৪০ হাজার টাকা ও আইছের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা সহ মোট ৬০ লাখ ৪০ হাজার টাকা। মাদক পাচারের অভিযোগে এসময় ট্রাক চালক হোসেন ও হেলপার হানিফকে আটক করা হয়। মাদক কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি মাদকের এই বিশাল চালানটি সেটি চট্টগ্রাম থেকে আনা হয়েছে এটি মূলত মুন্সিগঞ্জের লৌহজং এ যাওয়ার কথা ছিল। এই বিশাল মাদক চালানের সাথে কারা জড়িত সেগুলো আমরা উদঘাটন করবো। যারা জড়িত তাদের আমরা আইনের আওতায় আনবো।
এ বিষয়ে সোনারগাও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।