বিজয় বার্তা ২৪ ডট কম
ঝাঁলমুড়ি দেওয়ার কথা বলে চার বছরের এক শিশুকে ধর্ষণ করেছে আবুল হোসেন নামের (৪৫) এক লম্পট ঝাঁলমুড়ি বিক্রেতা। মঙ্গলবার সকালে সোনারগাঁ পৌরসভার একটি গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পর এলাকাবাসী ধর্ষককে আটক করে পুলিশে সোর্পদ করেছে। আবুল হোসেন লালমনিরহাট সদর উপজেলার শাহজাহান কলোনী গ্রামের ওয়াজউদ্দিনে ছেলে।
ধর্ষিতার মা জানান, মঙ্গলবার সকালে একটি কাজে তিনি পাশের বাড়িতে যান। এসময় তার শিশু মেয়ে বাড়ির অঙ্গিনায় খেলা করার সময় ধর্ষক ঝাঁলমুড়ি বিক্রেতা সোনারগাঁ পৌরসভার দৈলেরবাগ গ্রামের নুরা মিয়ার বাড়ির ভাড়াটিয়া আবুল হোসেন তার শিশু মেয়েকে ঝাঁলমুড়ি দিবে বলে তার ঘরে নিয়ে যায়। তার মেয়েকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। তার আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মেয়েটিকে উদ্ধার করে ধর্ষক আবুল হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম ওবায়দুল হক বলেন, ধর্ষনের ঘটনায় অভিযুক্ত আবুল হোসেনকে ]গ্রেফতার করা হয়েছে। ঘটনার শিকার শিশুকে পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।