বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উদ্যোগে ‘ওপেন হাউজ ডে’ পালন করা হয়েছে ।
বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় সিদ্ধিরগঞ্জ থানা প্রাঙ্গণে এ অনুষ্ঠান পালন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান।
ওপেন হাউজ ডে উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) এলাকার ১০ টি ওয়ার্ডের বাসিন্দারা উপস্থিত হয়ে পুলিশের সামনে এলাকার বিভিন্ন প্রসঙ্গ নিয়ে বক্তব্য প্রদান করেন। এসময় পুলিশ সদস্যরাও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম, পরিদর্শক (অপারেশন) আবু বক্কর সিদ্দিক।
এছাড়াও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক সৈয়দ আজিজুল হকের সঞ্চালনায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সদস্যদের সঙ্গে সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিকের ১০টি ওয়ার্ডের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।