বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ও জেলা আ’লীগের সদস্য আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সারের মাতা মমতাজ বেগমের সুস্থ্যতা কামনা করে গতকাল সোমবার বাদ মাগরিব সোনারগাঁও উপজেলাধীন কাঁচপুর ইউনিয়ন যুবলীগের প্রধান কার্যালয়ে সোনারগাঁও উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম খাঁন লিটন ও কাঁচপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হাজী জামানের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাজী রাসেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ওয়াসিম প্রধান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ফয়সাল, সাদিপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি জাকির হোসেন, কাঁচপুর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রিপন খাঁন, কাঁচপুর ইউনিয়ন যুবলীগ নেতা এরশাদ, বোরহান, সেলিম, জনি খাঁন, স্বপন, তপন সহ যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত থেকে দোয়ায় শরিক হন। কাঁচপুর ইউনিয়নের সোনাপুর পূর্বপাড়া বাইতুল মামুর জামে মসজিদের পেশ ইমাম মাও. কামরুজ্জামানের পরিচালিত দোয়ায় সাবেক এমপি কায়সারের মায়ের সুস্থ্যতা কামনা সহ সমগ্র মুসলিম উম্মাহর কল্যানে বিশেষ মুনাজাত করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মধ্যে তবারুক বিতরণ করা হয়। উল্লেখ্য নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সারের মা মমতাজ বেগম বর্তমানে অসুস্থ্য অবস্থায় রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং আজ সোনাপুর পূর্বপাড়া বাইতুল মামুর জামে মসজিদে বাদ যোহর হাজী জামানের উদ্যোগে আরেকটি দোয়া মাহফিল হবার কথা রয়েছে।