রাণীনগর,নওগাঁ,বিজয় বার্তা ২৪
নওগাঁর সাপাহার উপজেলায় অজ্ঞাত পরিচয় (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। সাপাহার থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুর রহমান বলেন, সকালে নিশ্চিন্তপুর যাত্রী ছাউনির পাশে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে দুপুরে মৃতদেহটি উদ্ধার ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃতদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ বিষয়ে সাপাহার থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান এসআই আমিনুর রহমান।