নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমানের শুভ জন্মদিন উপলক্ষ্যে কোমলমতি শিশুদের নিয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন করলেন বন্দর থানা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক নূর হোসেন। বন্দরের লক্ষণখোলা দারুস সালাম হাফেজিয়া মাদ্রাসা মিলনায়তনে থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ ও মাহাবুবুর রহমান কমলের তত্ত্বাবধানে আয়োজিত দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অংশ নেন নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের কর্মকর্তা এম আখতার হোসেন,নবীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম,২৩ নং ওয়ার্ড যুবলীগ নেতা শাহনেওয়াজ রাহাত,মোক্তার হোসেন,মোঃ আমান,২২ নং ওয়ার্ড যুবলীগ নেতা মোহাম্মদ মাসুম,শেখ রাসেল শিশু কিশোর পরিষদের বন্দর থানা শাখার আহবায়ক মোঃ রাজিব,গোলাম সারোয়ার সবুজ,২৫ নং ওয়ার্ড যুবলীগ নেতা সৈয়দ আহাম্মদ,এস এম কবির,মোঃ বকুল,আওয়ামীলীগ নেতা শাহিন সাউদ,আবুল হোসেন মোঃ শাহজাহান,বন্দর থানা ছাত্রলীগ নেতা আরাফাত কবির ফাহিম ফাহিম প্রমুখ। এতে দোয়া পরিচালনা করেন লক্ষণখোলা দারুস সালাম হাফেজিয়া মাদ্রাসা’র প্রিন্সিপাল মাওলানা মোঃ শহীদুল ইসলাম। দোয়া অনুষ্ঠানে সাংসদ শামীম ওসমানসহ তার মাতা মহান ভাষা সৈনিক ঐতিহ্যবাহী জোহা পরিবারের গৃহবধূ নাগিনা জোহা ও ভাই সদর-বন্দর আসনের নন্দিত সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম সেলিম ওসমানের আশু রোগমুক্তিসহ দীর্ঘায়ূ কামনা করা হয়।