বিজয় বার্তা ২৪ ডট কম
“আমাদের বাঁচান এমপি সাব। আমাদের হকারদের যদি উঠায় দেন, তাইলে আমাদের কি হবে।” নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে ধরে ঘেরাও করে অনুনয় বিনয় করে এসব কথা বলেন শহরের ফুটপাতের হকাররা।
রবিবার (৪ জানুয়ারি) দুপুরে জেলা শিল্পকলা একাডেমির সামনে এক মতবিনিময় সভা শেষে এমপি শামীম ওসমান বের হওয়ার সময় হকাররা তাকে ঘিরে ধরে। এসময় কয়েকশ হকাররা সেখানে ঘন্টাব্যাপী অবস্থান করেন
এসময় হকররা হাত জোড় করে বলেন, ‘আমাদের বাঁচান এমপি সা‘ব। হকার যদি উঠাইয়া দেন, তাহলে আমাদের কি হবে। আমরা কই যামো, পরিবারের বাচ্চা-পোলাপানের খাওয়েনের ব্যবস্থা কেমনে করমো।’
আমরা গরীব মানুষ স্যার আপনাকে আমরা ভালবাসি স্যার। আফনে গরীবের এমপি। গরীবরে আশ্রয় দেন একটু। আমাদের জন্য একটা কিছু করেন।
শামীম ওসমান বলেন, আপনাদের বিষয়টা কি করা যায় আমাকে চিন্তা করতে দেন। দোয়া করেন আমি যাতে একটা কিছু করতে পারি।। নারায়ণগঞ্জে যদি হকার বসে সব জায়গায় বসবে। না হলে হকার যদি উঠায়, তাইলে সবাইরে উঠায় দেব। না উঠাইলে, সবই থাকবো।’ তিনি হকারদের আশ্বাস দিয়ে বলেন, ‘সব উঠার পরেও আমার এলাকায় যারা কাজ করেছেন তাদের জন্য আমি চেষ্টা করবো একটা ব্যবস্থা করার।’
গতকাল শনিবার (৩ ফেব্রুয়ারী) শহরের যানজট মুক্ত ও হকারদের দখলে ফুটপাত সহ নাগরিক সমস্যা সমাধান নিয়ে এক গোল টেবিল বৈঠকে বসেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, সংসদ সদস্য শামীম ওসমান ও সেলিম ওসমান। এতে জনপ্রতিনিধি ও প্রশাসন ছাড়াও ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বৈঠকে যানজট মুক্ত শহর ও ফুটপাত হকার দখলমুক্ত করার জন্য ডা. আইভী ও শামীম ওসমান ও সেলিম ওসমান এমপি ঐক্যমত্যে পৌঁছেন। জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক তাঁদের এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, আগামীকাল (রবিবার) থেকেই যানজটমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তোলার ঘোষনা দেন। আজ রবিবার সকাল থেকে নগরীর ফুটপাতে হকারদের তেমন দেখা যায়নি।
এর আগে দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য একেএম শামীম ওসমান।