বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ৫০ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সোয়া ৭টায় উপজেলার কাঞ্চন ব্রীজস্থ থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত হলেন উপজেলার বাগলা গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে সোহেল (৩০) ও হেলাল উদ্দিনের ছেলে বিপ্লব (২২)।
ভোলাব তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মোঃ সেলিম মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে রুপগঞ্জের কাঞ্চন ব্রীজের পশ্চিম পাড়ের পাকা রাস্তার উপর থেকে আসামীরা আটক হয়। এসময় তাদের থেকে ৫০ পিস ইয়াবা মাদকদ্রব্য সাদা পলিতে রক্ষিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।