বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরবাজারে নৈশ্যপ্রহরীদের হাত-পা বেঁেধ ডিবি পুলিশ পরিচয়ে মুদি দোকানে ডাকাতি সংঘটিত হয়েছে। গতকাল বুধবার ভোর ৫টায় উপজেলার কাঞ্চন বাজারের জহির জেনারেল ষ্টোরে এ ঘটনা ঘটে।
কাঞ্চন বাজারের নৈশ্যপ্রহরী মোহাম্মদ আলী জানান, বুধবার ভোর ৫টার দিকে দুটি মাইক্রোবাসযোগে আসা ১০/১২ সদস্যের একদল ডাকাত নিজেদের ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয় দিয়ে বাজারে প্রবেশ করে। বাজারে হত্যা মামলার আসামী আত্মগোপন করেছে বলে জানায়। এ সময় নৈশ্যপ্রহরীরা তাদের সাথে থাকার কথা বলার পর নৈশ্যপ্রহরী মোহাম্মদ আলী ও ইব্রাহিম মিয়ার হাত-পা ও মুখ বেঁধে বেদম প্রহার করে। পরে জহির জেনারেল ষ্টোরের কলাপ সিবলের তালা কেড়ে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও মালামাল লুটে নিয়ে মাইক্রোবাস যোগে পালিয়ে যায়।
জহির জেনারেল ষ্টোরের মালিক জহিরুল ইসলাম জানান, তার দোকানে থাকা নগদ আড়াই লাখ টাকাসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট হয়েছে।
ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেলিম মিয়া জানান, পেশাদার ডাকাতরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ডাকাতি করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।