বিজয় বার্তা ২৪ ডটকম
নারায়ণগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সমাজসেবা আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
নারায়ণগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো. হেলাল উদ্দিন ভূঁঞ্জার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া , বিশেষ অতিথি জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ এহসানুল হক, জেলা অতিরিক্ত প্রশাসক (সার্বিক) জসিম উদ্দিন হায়দার, জেলা প্রকল্প সমন্বয় পরিষদের সভাপতি সামসুজ্জামান ভাষানী প্রমুখ ।
এ সময় বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে অটিজম শিশুদের নিয়ে আলোচনা করা হয় ।
এ দিবস উপলক্ষে আজ সন্ধ্যার পর সরকারি বিভিন্ন কার্যালয়ে আলোক প্রজ্জ্বলন কর্মসূচী পালন করা হবে।