বিজয় বার্তা ২৪ ডট কম
পবিত্র ইদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে হতদরিদ্রদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের দিকনির্দেশনায় বুধবার (৫ মে) দুপুরে উপজেলার বরপা এলাকায় ফকির নিটওয়্যারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বীরমুক্তিযোদ্ধা ফকির আক্তারুজ্জমানের উদ্যোগে এ ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
এ সময়, তারাবো পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহাবুবুর রহমান জাকারিয়া মোল্লা, তারাবো পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর মাহফুজা আক্তার, ফকির নিটওয়্যারস লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন) মোহাম্মদ মাশুক উল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।