বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে বন্দরে ১১৪ পিস ইয়াবাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
শনিবার রাতে বন্দর থানাধীন নবীগঞ্জ বাজার এলাকা থেকে ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের হেফাজত থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত মোবাইল ০৩ টি এবং মাদক বিক্রির নগদ ৪,০৭০/- টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নারায়ণগঞ্জ জেলার মোঃ মাসুম (২৭), মোঃ রুবেল (৩০), মোঃ ইমন (২২)।
রাতে র্যাব-১১ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়,আটকৃত মাদক ব্যবসার সাথে জড়িত আসামীগণ নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় কিছুদিন যাবত মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদক ব্যবসা তাদের এক মাত্র পেশা। পরস্পর যোগসাজশে তারা মাদক ব্যবসা করে আসছে।
উপরোক্ত বিষয়ে প্রযোজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।