নারায়ণগঞ্জ,বিজয় বার্তা
বন্দরে স্ত্রী’র দায়েরকৃত সুদূর মুন্সিগঞ্জ আদালতের একটি যৌতুক মামলায় শাহ আলম (৩০) নামে ২বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। ধৃত শাহ আলম দড়িসোনাকান্দা এলাকার মোঃ শাহাবুদ্দিনের ছেলে। অভিযান পরিচালনাকারী বন্দর থানার উপ-পরিদর্শক জাকিরুল ফিরোজ জানান,বিগত ২০১৯ সালে শাহ আলমের বিরুদ্ধে তার স্ত্রী কর্তৃক দায়েরকৃত একটি যৌতুক নিরোধ আইনের মামলায় মুন্সিগঞ্জ আদালতের বিজ্ঞ বিচারক ২ বছরের সাজার আদেশ দেন। ওই আদেশের পর পরই যৌতুকলোভী শাহ আলম অতœগোপন করে। দীর্ঘ দিন পালিয়ে বেড়ানোর পর অবশেষে বন্দর থানার চৌকশ উপ-পরিদর্শক জাকিরুল ফিরোজ সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতারে সক্ষম হয়।