বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে প্রতিপক্ষের হাতে নৃশংসভাবে খুন হয়েছে র্যাব-পুলিশের সোর্স পরিচয়দানকারী যুবক আনিস(৩৮)। মাদকের টাকা ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে তার সহযোগী পারভেজ ও শাহ আলম গং বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে সাবদী কালী মন্দিরের ভিতর নিয়ে তাকে কুপিয়ে হত্যা করে বলে জানা গেছে। নিহত আনিছ সাবদী আইসতলা এলাকার আমিনউদ্দিনের ছেলে এবং বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মহিউদ্দিন শিশিরের ছোটভাই। স্থানীয়রা জানান,সাবদী কলাবাগ এলাকার দিদার হোসেনের ছেলে পারভেজ একই এলাকার হাজী আবদুল আউয়ালের ছেলে কথিত জাপা নেতা শাহ আলম,হারুন মিয়ার ছেলে সজল,সাবদী এলাকার পালকিওয়ালার ছেলে রুবেলসহ তার আরো কয়েক সহযোগীর সঙ্গে বৃহস্পতিবার বেলা আড়াইটার সময় কথা কাটাকাটি হলে এক পর্যায়ে পাশর্^বর্তী মন্দিরের ভেতরে নিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যায়। এ সময় আশ পাশের লোকজন আনিসকে ধরাধরি করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কত্যব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।