বিজয় বার্তা ২৪ ডট কম
নাসিক ২৭নং ওয়ার্ডের হরিপুরে বন্দর থানা শ্রমিক লীগের সহ-সভাপতি আহাম্মদ আলী ও তার ভাই বালু মনিরের বাসভবন ও মালিকানাধীন দোকানপাটে দফায় দফায় হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়েছে দুস্কৃতিকারীরা। থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে ও ভুক্তভোগীদের সাথে কথা বলে ঘটনার বিবরণে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় ৪৮ মামলার আসামী ফেন্সি নুর হোসেন, পিতাঃ আঃ করিম, জামাল, পিতাঃ আঃ করিম, সেলিম, পিতাঃ আঃ করিম, ৫ মামলার আসামী হাবিব, পিতাঃ আঃ করিম, রুবেল, রাকিব, আহসানউল্লাহ, উসমান, পিতাঃ কাদির, তাজুল, পিতাঃ আঃ মান্নান সহ আরও কিছু সন্ত্রাসীরা দেশীয় অ¯্র শ¯্রে সজ্জিত হয়ে মঙ্গলবার সকাল ১০ টায় এবং দুপুর ১ঃ৩০ মিনিটের সময় বন্দরের হরিপুরে শ্রমিক লীগ নেতা আহাম্মদ আলী ও তার ভাই বালু মনিরের বাসার লোহার গেট ভেঙ্গে বাড়িতে প্রবেশ করে বাড়ির আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করে। এসময় আহাম্মদ আলীর মা, স্ত্রী, ছেলে মেয়ে ও পরিবারের সদস্যরা আহত হন। ৪৮ মামলার আসামী ফেন্সি নুর হোসেন ও ৫ মামলার আসামী হাবিবের প্রতক্ষ্য মদদে ও নির্দেশে এ হামলা চালানো হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থরা। তাছাড়া দুর্বৃত্তরা হরিপুর বাজারের দেলোয়ার, মোঃ আলী, মনির ও বিল্লালের দোকানে ভাংচুর চালিয়েও ব্যাপক ক্ষতিসাধন করেছে বলে জানা গেছে। প্রতিপক্ষের যে কোন একটি বিষয়ে বন্দর থানার এস আই সোহরাব উক্ত এলাকায় উপস্থিত থাকলেও তাদের উপস্থিতির পরও এ ধরণের হামলার ঘটনায় খুবই দুঃখ প্রকাশ করেছে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা। এদিকে ধামগড় ফাঁড়ির ইনচার্জ এস আই মাজহার ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে সূত্র নিশ্চিত করেছে।
এ বিষয়ে বন্দর থানার ওসি আবুল কালামের সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং তদন্ত সাপেক্ষে দ্রুত যথাযথ ব্যবস্থা নেবার আশ্বাস দেন।