বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে বিদ্যুতায়িত হয়ে মা-মেয়েসহ ৩ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনপূর্বক আগামী ৭দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য ২সদস্যের ওই কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিতে পল্লী বিদ্যুত সমিতি সোনারগাঁ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার গোলাম মোস্তফাকে আহবায়ক ও নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুাত সমিতি’র প্রধাণ কার্যালয়ের এজিএম আসানুল কবিরকে সদস্য করা হয়। সূত্র মতে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বন্দরের শুভকরদী গ্রামের সেন্টু ঘোষের স্ত্রী তৃষ্ণা ঘোষ,তার মেয়ে শান্তি ঘোষ,কিতাবউদ্দিনের প্রবাস ফেরত ছেলে মাসুদসহ বেশ কয়েকজন নারী-পুরুষ পাশর্^বর্তী ধলেশ^রী নদীর তীরের সরকারি ঘাটলায় গোছল করার সময় পল্লী বিদ্যুত সমিতির লাইনম্যান নুরুল ইসলাম ও হোসেন মিয়া ওই ঘাটলা সংলগ্ন খুঁটির তারে সংযোগ দিতে গেলে আকস্মিকভাবে ওই তারের মধ্যে আকর্ষণ হয় এক পর্যায়ে জাম্পারিং হলে তা বিস্ফোরিত হয়ে নিচে পড়লে এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তৃষ্ণা ঘোষ,তার শিশুকণ্যা শান্তি ঘোষ ও প্রবাস ফেরত যুবক মাসুদ মারা যায়। আহত হন কলাগাছিয়া পুলিশ ফাঁড়ির সহকারি ইনচার্জ মিজানুর রহমান,তার ছেলে সফিউর(৭),বৃদ্ধা খোদেজা বেগম(৭০),ববিতা(২৫),রোকশানা বেগম(২৮) ও রাকিবুর রহমান(২৬) আহত হন। আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়ার পর সুস্থ্য হয়ে যায়। খবর পেয়ে নারায়ণগঞ্জের নবাগত জেলা প্রশাসক গোলাম রাব্বী,অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) মতিয়ার রহমান,সহকারি পুলিশ সুপার মাসুদুর রহমান,বন্দর উপজেলা সহকারি কমিশনার(ভূমি) হোসনে আরা বীণা ঘটনাস্থল পরিদর্শণ করে নিহতের পরিবারকে শান্তনা দেন। পরিদর্শণকালে জেলা প্রশাসকের ব্যাক্তিগত তহবিল থেকে নিহতের পরিবারের সদস্যদের হাতে জনপ্রতি ২০ হাজার টাকা করে অনুদান প্রদান করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম,কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ দেলোয়ার হোসেন প্রধাণ,সাবেক প্যানেল চেয়ারম্যান রাজু আহাম্মদ,স্থানীয় ইউপি সদস্য মফিজুল ইসলাম মেম্বার উপস্থিত ছিলেন। এদিকে কর্তব্যে অবহেলার দায়ে পল্লী বিদ্যুত সমিতি বন্দর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার জাকির হোসেন,এজিএম সোলায়মান,ইঞ্জিনিয়ার মামুন,মমিন,পরিমল ও ২ লাইনম্যান যথাক্রমে নুরুল ইসলাম ও হোসেনসহ ৫জনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।