বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় ঋণের চাপে সোহাগ (২৫) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। রোববার রাত ১টায় ফতুল্লার সস্তাপুর গাবতলা এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সোহাগ একই এলাকার মৃত. সেলিম মিয়ার ছেলে।
নিহতের স্ত্রী রোমানা জানান, দেড় বছরের তাদের একটি কন্যা সন্তান রয়েছে। সোহাগ গার্মেন্টসে কাজ করতেন। হঠাৎ চাকরি চলে যাওয়ায় সংসার চালাতে নানাজনের কাছ থেকে ঋণ করেন সোহাগ। আর এ ঋণের জন্য চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। এতে সোহাগ বাড়ির দরজার সামনে থাকা আমগাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
নিহতের মা সুফিয়া বেগম জানান, সোহাগ ১০ বছরের শিশু থাকা অবস্থায় তার বাবা মারা যান। তখন থেকে সোহাগ সংসারের হাল ধরেন। গার্মেন্টসে কাজ করে সংসার চালাতেন।
ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রেজাউল হক জানান, নিহতের পরিবার বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবেদন করেছে। বিষয়টি বিবেচনা করে পরিবারের কাছে লাশ দাফনের জন্য দেওয়া হয়েছে।