নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। সেই লক্ষ্যে ইতোমধ্যে তিনি ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প হাতে নিয়েছেন। মধ্যম আয়ের দেশ গড়ার স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই স্বপ্নকে বাস্তবায়নে মাঠে নেমেছেন নারায়ণগঞ্জ-৫(শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।
ইতোমধ্যে তিনি তার নির্বাচনী এলাকার নারীদের সাবলম্বী করে গড়ে তুলতে গত ১৩ ফেব্রুয়ারী ৫’শ নারী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে তাদের প্রত্যেককে ১টি করে সেলাই মেশিন ও চলতি মূলধন হিসেবে ৫হাজার করে টাকা প্রদান করেছেন। এই ধারাবাহিকতায় তিনি সদর , বন্দর, সিদ্ধিরগঞ্জ, ও বন্দর থানা এলাকায় ২০ হাজার নারী উদ্যোক্তা সৃষ্টি করার ঘোষণা দিয়েছেন। নারীদের পাশাপাশি তিনি শিক্ষিত বেকার যুবকদেরও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে তাদের সাবলম্বী করার ঘোষণা দিয়েছেন। সেই লক্ষ্যে তিনি প্রাথমিক ভাবে ৩০০ জন শিক্ষিত বেকার যুবকদের সাথে কাজ শুরু করেছেন। এ যুবকদের সংখ্যাও ২০ হাজার টার্গেট দিয়েছেন সেলিম ওসামন।
শনিবার(৫ মার্চ) নারায়ণগঞ্জ ক্লাবের গ্রীণলন গ্রাউন্ডে বিকেল ৪টায় সেলাই মেশিন ও চলতি মূলধন প্রদান করা ৫’শ নারী উদ্যোক্তা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় ৩’শ জন শিক্ষিত বেকার যুবকদের সাথে মত বিনিময় করেন। যুব উন্নয়ন অধিদপ্তর ও আই এফ আই সি ব্যাংক লিমিটেড এর সাথে ওই ৫’শ নারী ও ৩’শ যুবকের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সেলিম ওসমান।
মত বিনিময় সভায় সেলিম ওসমান তার নির্বাচনী এলাকার আওতাধীন ১৭টি ওয়ার্ড, ৭টি ইউনিয়ন, ২টি উপজেলায় মোট নতুন আরও ৬২০জন নারী ও পুরুষ উদ্যোক্তা তৈরির ঘোষণা দেন। এ নিয়ে সেলিম ওসামনের সাবলম্বী গড়ে তোলার প্রকল্পে উদ্যোক্তার সংখ্যা হচ্ছে ১৪২০ জন।
সিটি করপোরেশনের ১৭টি ওয়ার্ডের প্রতিজন কাউন্সিলরের মাধ্যমে ১০ জন পুরুষ ১০ জন নারীকে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে মনোনীত করা হবে। যারা ব্যবসার মাধ্যমে নিজে সাবলম্বী হতে চান এবং অন্যের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে চান। যাদের শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি পাশ। পুরুষ কাউন্সিলদের পাশাপাশি সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলদের মাধ্যমে ৫ জন করে নারী, প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা ১৫ জন পুরুষ ১৫ জন নারী, উপজেলা চেয়ারম্যান ৫জন পুরুষ ৫ জন নারী, ও নারী ভাইস চেয়ারম্যানদের মাধ্যমে ১০জন করে নারীকে উদ্যোক্তা হিসেবে তৈরি করার জন্য মনোনীত করা হবে বলে সেলিম ওসমান মত বিনিময় সভায় জানান।
মত বিনিময় সভায় সেলিম ওসমান বলেন, বিন্দু বিন্দু থেকে বৃত্ত তৈরি করা সম্ভব। আমরা নারায়ণগঞ্জ থেকে চেষ্টা করে দেখতে চাই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পারি কিনা। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তোলার। আমরা সবাই মিলে উনাকে সফল হতে সহযোগীতা করবো। আমাদের উদ্যোগের পাশাপাশি ব্যাংকের এসএমই লোনের সহযোগীতা নিয়ে যুদ্ধে নামবো এবং এই মার্চে থেকেই সেই যুদ্ধ শুরু করবো। যাতে করে আগামী ১৬ ডিসেম্বরে আপনারা উপার্জন করতে পারেন। হয়তো ওই দিন আপনাদের নিয়ে মহোৎসব করতে পারবো। যারা জনপ্রতিনিধি আছেন আমি তাদের সকলের কাছে সহযোগীতা চাই।
মেশিন প্রদান করা ৫’শ নারী উদ্যোক্তার উদ্দেশ্যে সেলিম ওসমান বলেন, যারা মেশিন পেয়েছেন তাদেরকে শুধু মেশিন দিয়েই কাজ করতে হবে এমন কোন কথা নয়। মেশিন বিক্রি করে যদি কেউ ওই টাকা দিয়ে অন্য কিছু করতে চান তাতেও আমাদের কোন আপত্তি নাই। একটি মেশিনের দাম ৮ হাজার টাকা। আপনারা যদি কেউ মেশিন দিয়ে টাকা নিতে চান তাহলে আমাদের জানাবেন আমরা পরিবর্তন করে দিবো। কোথাও কোন বাধা থাকবে না। আপনাদের মেধা দিয়ে পরিবারের সহযোগীতা নিয়ে আপনাদেরকে উদ্যোক্তা হয়ে উঠতে হবে। যাতে করে ১৬ ডিসেম্বরের দিন আপনারা বলতে পারেন আমরা উপার্জন করতে শিখেছি ২০২১ সালের মধ্যে প্রধানমন্ত্রীর ঘোষণার বাস্তবায়ন করবো।
নারী উদ্যোক্তাদের জন্য নারায়ণগঞ্জ এবং বন্দরে চেম্বার অব কমার্সের উদ্যোগে দুটি ডিপামেন্টাল স্টোর করে দেওয়ার কথা বলেন সেলিম ওসমান। যেখান নারী উদ্যোক্তারা তাদের তৈরি পোশাক সহ, নিজেদের হাতে তৈরি আচার থেকে শুরু করে মুরগির ডিম পর্যন্ত সকল ধরনের পন্য ওই ডির্পামেন্টাল স্টোর থেকে বিক্রি করতে পারেন। তখন ডিসেম্বর মাসে আপনারাই হয়তো বলবেন আপনারা ৫০ হাজার থেকে ১ লাখ টাকা রোজগার করেছেন। আপনাদের মধ্য থেকে ১ জনের মাধ্যমে আরও ৩ জনের কর্মসংস্থান হয়েছে এটা জানতে পারলে মনে করবো আমরা সার্থক হয়েছি।
নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর সিনিয়র সহ সভাপতি মঞ্জুরুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তর এর উপ পরিচালক আতিকুর রহমান, আইএফআইসি ব্যাংক লিমিটেড এর প্রথম সহ সভাপতি জুলফিকার আলী চাকলাদার। আরও উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, বিকেএমইএ এর সহ সভাপতি(অর্থ) জিএম ফারুক, নারায়ণগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওশেদ আলী, বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান উদ্দিন, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেন প্রমুখ।
মত বিনিময় সভায় যুব উন্নয়ন অধিদপ্তর এর উপ পরিচালক আতিকুর রহমান, তাদের অধিদপ্তরের মাধ্যমে বেকার যুবক, যুবতীদের বিভিন্ন পেশার উপর প্রশিক্ষন দিয়ে তাদেরকে দক্ষ হিসেবে গড়ে তোলার ব্যাপারে তাদের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন। এ ব্যাপারে তিনি প্রশিক্ষন নিতে ইচ্ছুক যুবকদের সকল ধরনের সহযোগীতা প্রদানের আশ্বাস দেন।
আইএফআইসি ব্যাংক লিমিটেড এর সহ সভাপতি জুলফিকার আলী চাকলাদার, ক্ষুদ্র নারী উদ্যোক্তা তৈরিতে তাদের ব্যাংক কর্তৃক ঋন প্রদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, বিনা জামানতে তাদের ব্যাংক থেকে ১ লাখ টাকা থেকে ৫ লাখ টাকা পর্যন্ত প্রদান করা হয়। কিস্তিতে ঋণ পরিশোধের সময়সীমা ৩ বছর। আর এ পদ্ধতিতে সুদের পরিমান বাৎসরিক ৯ থেকে ১১ শতাংশ। যদি সমবায়ের মাধ্যমে ঋন নিতে চান তাহলে এর পরিমান ৫ লাখ টাকার বেশিও দেওয়া সম্ভব। তবে এক্ষেত্রে ব্যাংকের কিছু সহজ শর্ত ঋন গ্রহীতাকে পূরন করতে হবে।
ব্যাংক কর্মকর্তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে সংসদ সদস্য সেলিম ওসমান এ ঋনে সুদের পরিমান কমিয়ে সর্বোচ্চ ৯ শতাংশের মধ্যে রাখার ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা করার আশ্বাস দেন।