বিজয় বার্তা ২৪ ডট কম
নীট সেক্টরই বাংলাদেশকে বিশ্বের দরবারে মধ্যম আয়ের দেশে পরিনত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০২১ বাস্তবায়ন করবেন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহম্মেদ।
শনিবার ৩০ জুলাই সকাল ১১টায় শহরের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রুটে অবস্থিত চাঁদমারি এলাকায় নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর নিজস্ব কার্যালয় ৭তলা ভবন উদ্বোধন ও চেম্বার ভবনে অবস্থিত অর্থ মন্ত্রনালয় ও এডিবি’র অর্থায়নে ও উদ্যোগে বিকেএমইএ’র অধীনে পরিচালিত এসইআইপি ট্রেনিং কোর্সের ক্লাস পরিদর্শনকালে প্রশিক্ষনরতদের উদ্দেশ্যে কথা বলেন। বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান সহ অন্যান্য নেতৃবৃন্দদের সাথে নিয়ে তিনি নীট সেক্টরের মিড লেভেল ট্রেনিং, ওয়ার্কার ট্রেনিং, ফায়ার সেফটি প্রশিক্ষন ক্লাস ঘুরে দেখেন।
মন্ত্রী ভবনের দ্বিতীয় তলা থেকে পঞ্চম তলা পর্যন্ত আইআরটি’র প্রতিটি প্রশিক্ষন ক্লাস ঘুরে দেখেন। এ সময় তিনি প্রশিক্ষনরতদের সাথে কথা বলে তাদের শিক্ষাগত যোগ্যতা, ট্রেনিং নেওয়ার উদ্দেশ্য এবং ভবিষ্যত সম্পর্কে নানা বিষয়ে প্রশ্ন করেন। মন্ত্রী প্রশিক্ষনরতদের শিক্ষাগত যোগ্যতা এবং ভবিষ্যত পরিকল্পনা শুনে মুগ্ধ হন। বিকেএমইএ এর সভাপতি সেলিম ওসমান এবং প্রথম সহ সভাপতি এইচ আসলাম সানি মন্ত্রীকে পুরো বিষয়টি বুঝিয়ে বলেন।
পরে মন্ত্রী প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্য করে বলেন, তোমরা যারা এখানে প্রশিক্ষন গ্রহন করছো সবাই উচ্চ শিক্ষিত এবং সবাই তরুণ-তরুণী। তোমাদের মাঝে যে উদ্দীপনা দেখতে পেয়েছি তাতে করে আমি নিশ্চিত এই নীট সেক্টরের মাধ্যমেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০২১ বাস্তবায়ন করে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করবে এবং নীট পন্য রপ্তানীতে বাংলাদেশ খুব দ্রুতই বিশ্বে প্রথম স্থান অধিকার করতে সক্ষম হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জের সংরক্ষিত নারী এমপি অ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী, বাণিজ্য মন্ত্রনালয়ের সিনিয়র সচিব হেদায়েতউল্লাহ আল মামুন, রপ্তানী উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মাফরুহা সুলতানা, এফবিসিসিআইয়ের সভাপতি আব্দুল মাতলুব আহমাদ, বাংলাদেশ উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিমা আহমেদ, জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা, পুলিশ সুপার ড. খন্দকার মহিদউদ্দিন, স্থানীয় সরকার বিভাগের উপ সচিব ইসরাত হোসেন খান, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি খালেদ হায়দার খান কাজল, বিকেএমইএ সহ সভাপতি(অর্থ) জিএম ফারুক, কল্যাণ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং জেলার ৭৪টি শ্রমিক কর্মচারী ঐক্যজোটের প্রধান সমন্বয়ক কাউসার আহম্মেদ পলাশ সহ বিকেএমইএ ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও শ্রমিক প্রতিনিধিরা।