বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আমার বড় ভাই প্রয়াত নাসিম ওসমান অনেক আল্লাওয়ালা মানুষ ছিলেন। তিনি মানুষকে অনেক বেশি ভালবাসতেন। আমি বড় ভাইয়ের মতো ভালো মানুষ খুব কম দেখেছি। তিনি আদর্শিক নেতা ছিলেন। নারায়ণগঞ্জে অনেকেই আমার ভাইকে নিয়ে বাজে কথা বলেন, কিন্তু যারা বলেন তারা আমার বড় ভাইয়ের নখের যোগ্যও ছিলেন না। তাই আমার বড় ভাইকে নিয়ে খোঁচাখুচি করবেন না।
নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য নাসিম ওসমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন। ৩০ এপ্রিল সোমবার বিকেলে মরহুমের পৈতৃক বাসভবন নগরীর চাষাঢ়ার হীরা মহল সংলগ্ন মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিলে আয়োজন করা হয়।
শামীম ওসমান বলেন, আমরা নারায়ণগঞ্জবাসীর কাছে কৃতজ্ঞ ও ঋণী। আমার দাদা, বাবা, তিন ভাই এমপি হয়েছি। সমাজে ভাল, মন্দ এ দু শ্রেণীর মানুষ আছে। আমরা সমাজের ভাল মানুষগুলি নিয়ে থাকতে চাই। কে কোন দল করে সেটা ব্যাপার না। আমরা মানুষে সেবা করে যেতে চাই। আমার বড় ভাই নাসিম ওসমানের সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তিনি বিপদআপদে একাই এক বসায় এক-দেড় লক্ষ বার দোয়া ইউনূস পড়ে ফেলতেন। সেই ভাইকে নিয়ে যখন বাজে কথা বলা হয় তখন খুবই কষ্ট পাই।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জে এখন আওয়ামীলীগের অনেক প্রেমিক হয়েছে। তারা জাতীয় নেতা নেতা ভাব নিয়ে ঘুরে বেড়ায়। তারা নৌকার ঠিকাদারী নিয়েছে, এজেন্সি নিয়ে নিছেন। কিন্তু বড় ভাই নাসিম ওসমান মারা যাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন নাসিম আমার ভাই ছিলো। এ পরিবারটি আমাদের। আমাদের আর কারো লাইসেন্স দরকার নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের পাশে আছেন।
দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেয়া সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনারা অনেকেই বড় ভাইয়ের স্মরণে আমাদের না জানিয়েই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছেন। দাওয়াত না দেওয়া সত্তে¡ও আজকের অনুষ্ঠানে এসেছেন। আমরা সকলের আমাদের আত্মীয়। আমাদের জন্য দোয়া করবেন। বড় ভাইয়ের জন্য দোয়া করবেন। বড় ভাই মানুষ ছিলেন, ফেরেশতা নয়। আল্লাহ যেন তাকে বেহেশত দান করেন।