বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা কারাগারের এক হাজতি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। শনিবার (২৮ জানুয়ারী) সকালে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত মো.শাকিল আহমেদ (৩৬) পাবনা জেলার সাইফুল ইসলামের ছেলে। শাকিল ফতুল্লা মডেল থানার একটি ডাকাতি মামলার আসামী।
বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোঃ মোকাম্মেল হোসেন।
তিনি জানান, শুক্রবার রাতে ডাকাতি মামলার আসামী শাকিল নামে কারাগারের এক হাজতি অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসার জন্য তাকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসাপাতালে নেয়া হয়। চিকিৎসা শেষে তাকে কারাগারে নিয়ে আসা হয়। পরে শনিবার সকালে আবার অসুস্থ্য হয়ে পড়লে তাকে আবার হাসপাতালে নেওয়া হয়। এসময় চিকিৎসাধীন থাকা অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। এর আগে গত ২৫ জানুয়ারী ফতুল্লা মডেল থানার একটি মামলায় শাকিলকে বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। এসময় আসামী শাকিলের শরীরে আঘাতের চিহ্ন সহ ও চিকিৎসাপত্রসহ পাঠানো হয়েছিল।