বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের মানুষের মাঝে আমি কোন ভেদাভেদ চাই না এমন মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
শুক্রবার দুপুরে গোপাল জিউর মন্দিরে সাতদিন ব্যাপী আয়োজিত একনাম সংকির্তন অনুষ্ঠান পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমার জন্য আপনারা আর্শীবাদ করবেন। পরবর্তী ৫ বছরের জন্য আমাকে আপনারা নির্বাচিত করছেন। আমি আপনাদের উন্নয়নে কাজ করতে পাড়ি। আমি যেন মানুষের সেবা করতে পাাড়ি। মানুষের মাঝে থাকতে পাড়ি। মানুষের মাঝে কোন ভেদাভেদ চাই না। আমি নিজেও শান্তি প্রিয় মানুষ। আমি চাই নারায়ণগঞ্জের মানুষ শান্তিতে বসবাস করুক। আমরা জাতি ধর্ম বর্ন নিবিশেষে সকলে মিলেমিশে নারায়ণগঞ্জে বসবাস করি। আপনাদের হিন্দু ধর্মাধলম্বীদের নারায়ণ এর নামে এ জেলার নামকরণ করা। নারায়ণগঞ্জের যে পুরানো ঐতিয্য ছিল তা আমরা ধরে রাখতে চাই এবং আমাদের যে হারানো সম্পদ সেটাও আমরা ফিরত চাই। আপনাদের সবার সাথে মিলেমিশে সকল কাজগুলো করতে চাই। সেই সাথে আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এসময় উপস্থিত ছিলেন, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন, ১৭ নং ওয়ার্ড কাউন্সির অসিত বরন বিশ্বাস, ১৬,১৭ ও ১৮ নং মহিলা ওয়ার্ড কাউন্সিলর বিভা হাসান, গোপাল জিউর মন্দির কমিটির সভাপতি পরিতোষ কান্তি সাহা, সাধারণ সম্পাদক তারাপদ আচার্য্য, অজিত সাহা, গোবিন্দ সাহা, হিমাংসু সাহা হিমু, বিশু সাহা, দিলিপ সাহা সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।