নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
অবৈধ সরকার দেশের জনগনের ভোটাধীকার ছিনিয়ে নিয়েছে। কারন তাদের কাছে জনগনের ভোটের কোন মূল্য নেই। কারন তারা জানে শুষ্ঠ নির্বাচন হলে এদেশের মানুষ কখনো তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবেনা। বাংলাদেশের নির্বাচনে ভোট লুটপাটের মহোৎসব দেখে বিশ্ববাসী আজ হতবাক।
তিনি আরো বলেন, বর্তমান সরকার যে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে, তা জনগনের আকাঙ্খার পরিপন্থী। ধানের শীষের পক্ষে গনরায় দিয়ে সরকারকে তা বুঝিয়ে দিতে হবে। ধানের শীষের বিজয় হলে বিজয় হবে বিএনপির, বিজয় হবে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ও দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার।
বৃহস্পতিবার (০২ জুন) বন্দরের কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মহিউদ্দিন শিশিরের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গনসংযোগ কালে ভোটারদের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ নগর বিএনপির সাধারন সম্পাদক এটিএম কামাল এসব কথা বলেন।
এ সময় বিএনপি সমর্থিত প্রার্থী মহিউদ্দিন শিশির ছাড়াও আরও উপস্থিত ছিলেন মহানগর মৎসজীবীদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক পারভেজ মল্লিক, যুগ্ম-সাধারন সম্পাদক রাজু আহাম্মেদ, জাহিদ হোসেন, সাবেক যুবদল নেতা দুলাল, শহীদ মেম্বার সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এদিকে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রার্থী মহিউদ্দিন শিশিরকে ধানের শীর্ষে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে টানা দুই দিন নির্বাচনী এলাকার বিভিন্ন জায়গায় গনসংযোগ করেন এটিএম কামাল।