বিজয় বার্তা ২৪ ডট কম
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৬ তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৩ টার দিকে অর্পণ নারায়ণগঞ্জ জেলার আয়োজনে শহরের মিশনপাড়া হোসিয়ারি সমিতির ভবনের দ্বিতীয় তলায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা অর্পণ এর সভাপতি আশরাফ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্পণ বাংলাদেশ প্রতিষ্ঠা সভাপতি বীথিতা বিনতে হোসাইন, প্রধান বক্তা অর্পণ নারায়ণগঞ্জ জেলার প্রধান উপদেষ্টা ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাশুকুল ইসলাম রাজীব, বিশেষ অতিথি অর্পণ বাংলাদেশ সাধারণ সম্পাদক মোঃ মিরাজ, প্রকাশনা সম্পাদক এসএম শৈবাল। আরো উপস্থিত ছিলেন, জেলা অর্পণ এর যুগ্ম আহ্বায়ক মঈনুল হাসান রবিন, সদস্য তরিকুল ইসলাম লিংকন, মোঃ রতন, নাজমুল হাসান, আশিকুর রহমান অনিক প্রমুখ ।
প্রধান অতিথির বক্তব্যে অর্পণ বাংলাদেশ প্রতিষ্ঠা সভাপতি বীথিতা বিনতে হোসাইন বলেন, অর্পণ একটি সেবামূলক সংগঠন । এখানে আমরা দেওয়ার জন্য এসেছি নেওয়ার জন্য না। আমাদের মূল লক্ষ্য হলো জাতীয়তাবাদী দলের যারা নির্যাতিত ও নিপীড়িত পঙ্গু ও যারা মৃত্যুবরণ করেছে সেই সব পরিবারকে সহযোগিতা করা। আমরা অর্পণের মাধ্যমে খাদ্য, চিকিৎসা, বস্তু, বাসস্থান ও শিক্ষা দিয়ে বাংলাদেশের মানুষের সেবা করাই আমাদের লক্ষ্য।
তিনি আরো বলেন, অর্পণ বাংলাদেশ কাজ করছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে। যারা অর্পণের সাথে জড়িত সবাই শহীদ জিয়ার আদর্শের সৈনিক । শহীদ জিয়া এদেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন । আমরাও যাতে করে অর্পণের মাধ্যমে মানুষের সেবা করতে পারি তার জন্য সবাই দোয়া করবেন ।
এ সময় অর্পণ বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাতটি থানার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় । পরে দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়