বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত সেলিনা হায়াৎ আইভীকে দলের প্রার্থী হিসেবে মেনে নিতে ঐকমত্যে পৌঁছেছে কেন্দ্রীয় ১৪ দল। তারই ধারবাহিকতায় ১৪ দলীয় জোটের শরিক দল জাতীয় সমাজ তান্ত্রিক দল (জাসদ) এর মেয়র প্রার্থী মোসলেহ উদ্দিনের মনোনয়ন পত্র প্রত্যাহার করে আ্ইভীকে সমর্থন দেওয়া হয়েছে।
রোববার দুপুরে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, নারায়ণগঞ্জে দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হচ্ছে বলে এর গুরুত্ব বেড়েছে। নাসিক নির্বাচন নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। আমরা একমত হয়েছি। কারণ মুক্তিযুদ্ধের পক্ষের প্রার্থী আইভীর প্রতি আমাদের সবার সম্মতি আছে।
নাসিম বলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক এবং কাজী জাফরউল্লাহ আমাদের নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে আছেন। তারা দুজন জাসদ নেতাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি চূড়ান্ত করে দেবেন।
আশা করছি বিষয়টির সমাধান হবে। এখানে আমাদের জাসদের নেত্রী শিরীন আখতারও আছেন। তিনিও বলেছেন, এটা নিয়ে আলাপ-আলোচনা করে আইভীর পক্ষে একসঙ্গে সবাই কাজ করতে পারি- বলেন স্বাস্থ্যমন্ত্রী।
উল্লেখ্য, শনিবার নাসিক নির্বাচনে সেলিনা হায়াৎ আইভীকে কেন্দ্রীয় ১৪ দলের প্রার্থী করার প্রস্তাব নাকচ করেছিল জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশ।
এসময় মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে বৈঠকে আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী জাফরউল্লাহ, ড. আব্দুর রাজ্জাক, মাহবুব উল আলম হানিফ, একে এম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী নওফেল, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, আফজাল হোসেন, দেলোয়ার হোসেন, ফরিদুন্নাহার লাইলী, শামসুন্নাহার চাঁপা, পারভীন জাহান কল্পনা, মেরিনা জাহান, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, বীরেন সাহা, ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, জাসদের শিরীন আখতার, লুৎফুল্লা তাহের, নাজমুল হক প্রধান, ডাক্তার ওয়াজেদুল ইসলাম, অসিত বরণ রায়, তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাউজভাণ্ডারী, লায়ন এম এ আউয়াল, নিম চন্দ্র ভৌমিক প্রমুখ।