বিজয় বার্তা ডট কম
নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামানকে লাঞ্চনার প্রতিবাদে মঙ্গলবার সকালেও অবস্থান কর্মসূচী পালন করেছে স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ঢাকা-নারায়নগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কে একঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এ ছাড়াও এর প্রতিবাদে সদর উপজেলার ফতুল্লা,এনায়েতনগর,কুতুবপুর,বক্তাবলী ও কাশিপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম বন্ধ থাকে। এ কার্যক্রমে ইউনিযন পরিষদে সেবা নিতে আসা সাধারন জনগন ভোগান্তির মধ্যে পড়ে। এ ব্যাপারে নারায়নগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম জেবিন বিনতে শেখ জানান,এ ব্যাপারে আমাকে কোন চেয়ারম্যান অবহিত করেনি। এভাবে ইউনিয়ন পরিষদের কার্যক্রম বন্ধ রাখার বিধান আছে কিনা আমার জানা নেই। তবে ঘটনাটি অবহিত হওয়ার পর পদক্ষেপ নেয়া হবে।
সোমবার বিকালে পঞ্চবটি এলাকায় সড়কের ড্রেন নির্মানকে কেন্দ্র করে গফুর সুপার মাকেৃটের মালিকপক্ষের সাথে স্থানীয় ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামানের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে সংবাদ পেয়ে থানা আওয়ামীলীগের সভাপতি সাইফউল্লাহ বাদল, সেক্রেটারী ও বক্তাবলী ইউপি চেয়ারম্যান শওকত আলীর,যুগ্ম সম্পাদক ও ফতুল্লা ইউপি চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন,যুবলীগ নেতা মীর সোহেল,স্বেচ্চাসেবকলীগ নেতা ফরিদ আহমেদ লিটন, ছাত্রলীগ নেতা আবু মোঃ শরীফুল হক নেতৃত্বে আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি উত্তাল হয়ে উঠে। এ সময় আসাদুজ্জামানের পক্ষে তারা ইটপাটকেল নিক্ষেপ করে গফুর সুপার মার্কেট ভাংচুর করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলেও মঙ্গলবার সকার ৮টা পর্যন্ত আলটিমেটাম দেয় হামলাকারীদের গ্রেফতারের জন্যে।
মঙ্গলবার সকাল পর্যন্ত চেয়ারম্যানের দায়ের করা মামলায় তালিকাভুক্ত আসামীদের মধ্যে হৃদয় নামের একজনকে গ্রেফতার করলেও প্রধান আসামী পিপুল ও মাসুদকে গ্রেফতার করতে ব্যর্থ হয়। ফলে ক্ষুদ্ধ নেতাকর্মীরা আবারো মঙ্গলবার সকালে সমবেত হয়ে পঞ্চবটি এলাকায় সড়ক অবরোধ করে। পরে ফতুল্লা মডেল থানার ওসি কামালউদ্দিনের অনুরোধে বিক্ষোভকারীরা মার্কেটের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ সভা করে। এ সময় গফুর সুপার মার্কেটসহ আশপাশের পুরো এলাকার ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ থাকে।
তবে ইউনিয়ন পরিষদের কার্যক্রম বন্ধ প্রসঙ্গে বক্তাবলী ইউপি চেয়ারম্যান ও থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী শওকত আলী বলেন, এনায়েতনগরের ইউপি চেয়ারম্যানের উপরে হামলার প্রতিবাদে ফতুল্লা থানা এলাকায় ৫টি ইউপি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। আমরা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছে। বুধবারে অবস্থা বুঝে পরবর্তী কর্মসূচী দেয়া হবে।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ওসি কামালউদ্দিন জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। এরমধ্যে ১জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। সকালে আসাদুজ্জামানের সমর্থকেরা সড়ক অবরোধের চেষ্টা করেছিল। তবে এখন পরিস্থিতি পুরোপুরি শ্বান্ত।
উল্লেখ্য, পঞ্চবটি এলাকায় গত সোমবার বিকালে ড্রেন নির্মানকে কেন্দ্র করে আঃ গফুর কমপ্লেক্স কর্তৃপক্ষের সাথে এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামানের সাথে হাতাহাতির ঘটনা ঘটে।