বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় চালককে ছুরিকাঘাতে হত্যার পর ব্যাটারী চালিত অটোরিক্সা ছিনিয়ে নিয়েছে গেছে ছিনতাইকারীরা । শুক্রবার ভোরে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের পাশে চাঁনমারী এলাকায় এঘটনা ঘটে। নিহতের নাম পরিচয় তাৎক্ষনিক পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের দু’শ গজ দূরে চাঁনমারী এলাকায় ভোরে অজ্ঞাত দুর্বৃত্তরা চালককে একাধিক ছুরিকাঘাত করে অটোরিক্সা নিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রিজাউল হক জানান, ধারনা করা হচ্ছে অটোরিক্সাটি ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে। নিহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।