বিজয় বার্তা ২৪ ডট কম
উৎসব মুখর পরিবেশে মধ্যদিয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন গোগনগর ইউনিয়নের সাড়ে আঠারো হাজার ভোটারদের মাঝে জাতীয় পরিচয়পত্র স্মার্টকার্ড বিতরণের শুভ উদ্বোধন করেন গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নওশেদ আলী ।
সোমবার ( ২ জুলাই ) সকাল সাড়ে নয়টায় সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন এই স্মার্ট কার্ড বিতরণ করা হয় ।
উপস্থিত ছিলেন, সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জসিম উদ্দিন, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জুলহাস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা মোঃ আহসান উল্লাহ, নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বিশিষ্ট শিল্পপতি মোঃ ফজর আলী, জেলা নির্বাচন অফিস কার্যালয়ের টেকনিক্যাল সাপোর্টার সোহেল আহমেদ হৃদয়, সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নাজির ফকির, অধ্যক্ষ মোঃ তোফায়েল আহমেদ, গোগনগর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হাজী মোক্তার হোসেন মেম্বার, সাধারণ সম্পাদক মকবুল হোসেন সওদাগর, গোগনগর ইউনিয়ন পাঁচ ওয়ার্ড সদস্য মোঃ রফিকুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য লিপি আক্তার প্রমুখ ।